Tuesday, December 29, 2020

কালিগঞ্জের চাঁচাই মা মারিয়া গীর্জায় শুভ বড়দিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে কালিগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই খ্রিস্টান মিশনের আয়োজনে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিশনের ফাদার জয় ছলোমন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।

এসময় তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে শুভ বড় দিনের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সব ধর্মের মানুষ নির্বিঘেœ চলাচল করতে পারে, ধর্মীয় অনুষ্ঠান করতে পারে। আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সফল। জননেত্রী শেখ হাসিনার সরকার স্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছে। এটা শেখ হাসিনার সাফল্য এটা বাংলাদেশের সাফল্য।
বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ- আলম ঢালীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমর চক্রবর্তী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃনাল কান্তি মন্ডল, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কৃষ্ণনগর ইউপি’র নৌকার চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রাণী, উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক সোহাগ, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ছাত্রনেতা আতিকুর রহমান, দক্ষিণ শ্রীপুর যুবলীগের সভাপতি মেহেদী হাসান, বিষ্ণুপুর শ্রমিক লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিশন মাস্টার আনন্দ মন্ডল ও অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি লুইস মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

The post কালিগঞ্জের চাঁচাই মা মারিয়া গীর্জায় শুভ বড়দিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2L1SnKD

No comments:

Post a Comment