আশাশুনি সংবাদদাতা: হিংসা বিদ্বেষ ভুলে, সাম্যের দেশ গড়ি-এই স্লে¬াগানকে সামনে রেখে আশাশুনিতে পিস প্রেসার গ্রপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষক লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পিস প্রেসার গ্রুপ আশাশুনি উপজেলার কো-অর্ডিনেটর সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন খুলনা বিভাগীয় প্রধান ও দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা সুজনের সহ-সভাপতি জিএম মুজিবর রহমান, পিস প্রেসার গ্রুপের উপজেলা এ্যাম্বাসেডর সাংবাদিক এসকে হাসান, দীপন কুমার মন্ডল, সদস্য গোলাম মোস্তফা, আনিসুর রহমান বাবলা, জগদিশ সানা, হাবিবুল্ল¬াহ বেলালী, তানভীর রহমান রাজ, সুরঞ্জনা সানা প্রমুখ।
The post আশাশুনিতে পিস প্রেসার গ্রুপের ফলোআপ মিটিং appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WYIG2l
No comments:
Post a Comment