‘মাস্ক পরি, হাত ধুই, নিরাপদ দুরত্ব বজায় রাখি ও করোনা থেকে দুরে থাকি’ এসব স্লে¬াগানে বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও সিডিও ইয়ুথ টিমের যুবদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য বিধি সরঞ্জাম ও দুর্যোগ প্রস্তুতি উপকরণ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা সদরে মডার্ন স্কুল চত্ত্বরে এ অনুষ্ঠানে জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বারসিকের লিয়াজো অফিসার ও সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মর্ডান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্ল¬াহ সিদ্দিকী, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন, জনসংগঠনের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
The post শ্যামনগরে করোনা ও দুর্যোগ প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের উপহার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/381hKoZ
No comments:
Post a Comment