কেশবপুর (যশোর) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার কেশবপুর উপজেলা পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্য ৮দলীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধার পরে খেলার সমাপ্তি ঘটে। হা-ডু-ডু’র লড়াই স্বচক্ষে দেখতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার হা-ডু-ডু প্রেমিরা মাঠে ভীড় করতে শুরু করে। ফাইনাল খেলার আগেই নারী-পুরুষ দর্শকদের পদচারণায় মাঠ কানায় কানায় ভরে যায়। চুড়ান্ত পর্বের এ খেলায় পাঁজিয়া দলকে হারিয়ে শক্তিশালী বড়বাগ সবুজ হা-ডু-ডু একাদশ বিজয়ী লাভ করে।
নেপাকাটি যুব সমাজের আয়োজনে খেলাটি উদ্বোধন করেন দৈনিক আমাদের সময় ও দৈনিক পত্রদূত পত্রিকার কেশবপুর প্রতিনিধি কেশবপুর নিউজ ক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ রহমান, হারুনুর রশীদ মিস্ত্রির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক আবু সাঈদ লাভলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতা মহির উদ্দীন, চেয়ারম্যান প্রার্থী প্রফেসার রবিউল ইসলাম ও সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল প্রমুখ।
খেলার ১ম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ উপহার দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আবু সাঈদ লাভলু।
The post কেশবপুরে ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু খেলায় বড়বাগ একাদশের বিজয় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hv4yf7
No comments:
Post a Comment