আশাশুনি ব্যুরো: আশাশুনির সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে পহেলা জানুয়ারি-২০২১ নতুন বছরের বই তুলে দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এজন্য ২৬ হাজার ৩৮৪ সেট নতুন বই প্রতিষ্ঠান পর্যায়ে প্রধান শিক্ষকদের কাছে পৌছে দেওয়াও হয়েছে। উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কেজি স্কুল, ১টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, ১০টি এনজিও পরিচালিত ক্রিসেন্ট স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান সমূহের চাহিদা অনুযায়ী নতুন বই আশাশুনিতে অনেক আগেই পৌছে গেছে। ২১ ডিসেম্বর হতে ২৮ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই হস্তান্তর করা হয়। যার মধ্যে প্রাক প্রাথমিকে ৫ হাজার ৬০০ সেট, ১ম শ্রেণিতে ৫ হাজার ৬০০ সেট, ২য় শ্রেণিতে ৫ হাজার ৫৫০ সেট, ৩য় শ্রেণিতে ৫ হাজার ৪১০ সেট, ৪র্থ শ্রেণিতে ৫ হাজার ২২৬ সেট ও ৫ম শ্রেনিতে ৪ হাজার ৫৪৮ সেট বই হস্তান্তর করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বই হস্তান্তর করেন উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। ১ জানুয়ারী’২১ সকল প্রতিষ্ঠানে বই বিতরণ করা হবে। প্রাক প্রাথমিক থেকে ২য় শ্রেণির বই অভিভাবকদের হাতে এবং ৩য় থেকে ৫ম শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। এজন্য সকলকে মাস্ক পরিহিত অবস্থায় স্কুলে গমন করা বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা পর্যায়ে বই রাখার জন্য কোন গোডাউন বা ঘর না থাকায় শিক্ষা অফিসকে বই নিয়ে হিমশিম খেতে হয়েছে। বই সংরক্ষণ, ক্লাস ও স্কুল ওয়ারি ভাগ করে রাখা এবং ব্যবস্থাপনা নিয়ে নাকানি চুপানি খেতে হয়েছে। জনবল, শ্রমিক নিয়োগের ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় কাগজ, কলম, খাতাপত্রসহ সরঞ্জমাদির ব্যবস্থা না থাকায় রাতদিন কাজ করতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে দেখা গেছে। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্ট শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ।
The post আশাশুনির সকল প্রাথমিক বিদ্যালয়ে ২৬ সহ¯্রাধিক সেট নতুন বই বিতরণের প্রস্তুতি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3n1AlW0
No comments:
Post a Comment