খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: মঙ্গলবার ভোররাতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লেগে তালার বালিয়াদহা বাজারে ৩টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। এতে মালামালসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, গভীর রাতে ওই ৩টি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় এক মহিলা চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে সাতক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রয়ণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাঁই হয় তিনটি দোকান। প্রতক্ষদর্শীরা জানান, বালিয়াদহা বাজারের ৩টি দোকানের মধ্যে রাসেল কম্পিউটারের মালিক রাসেল গোলদার, সালাম গাজীর মুদিখানা দোকান ও রবিউল শেখের সার ঔষধের দোকানের সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। ৩টি দোকানের মোট ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষাধিক টাকা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবল হোসেন, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ। এদিকে দোকানদার রবিউল শেখ জানান, তার ক্যাশে নগদ প্রায় ২ লক্ষ টাকা ছিল, যা পুড়ে ছাঁই হয়ে গেছে। এছাড়া দোকানদার রাসেল জানান, তার দোকানে নগদ ৩ হাজার টাকা ছিল, তা পুড়ে ছাঁই হয়েছে।
The post তালার বালিয়াদহা বাজারে ৩টি দোকানে আগুন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nZ9JGK
No comments:
Post a Comment