সাতক্ষীরা পৌরসভার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা ঘূর্ণিঝড় প্রস্তুতির সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১টায় সাতক্ষীরা পৌরসভা হলরুমে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস)‘র আয়োজনে ও ইউকেএইড এর আর্থিক সহায়তায় এ ঘুর্ণিঝড় প্রস্তুতির সরঞ্জাম বিতরণ করা হয়।
সরঞ্জামের মধ্যে ছিলো, হ্যান্ড মাইক লাইফ জ্যাকেট, টর্চ লাইট, কুড়াল, করাত, ছাতা, গম্বুট, পানির পট, হুইসেল, কোর্টি, ক্যাপ, ব্যাগ, বক্স ইত্যাদি সাতক্ষীরা পৌর মেয়রের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, ৩নং পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, স্টোর কিপার, মীর নাছের আলী, কনাজরভেনন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলী। আরো উপস্থিত ছিলেন, এ্যাডভোকেসি কো-অর্ডিনেটর কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড মো. আব্দুল মান্নান, ডিপিসি খুলনা মুক্তিসেবা সংস্থা(কেএম এসএস) নরেশ চন্দ্র দাশ, আরবান হেলথ কো-অডিনেটর শাহরিয়ার আলম, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট, ডিআরআরএ মাশরূবা তাসনীম, জান্নাত আরা সুলতানা, রাব্বি রেজওয়ান, মো. মাজহারুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
The post সাতক্ষীরা পৌরসভার ঘূর্ণিঝড় প্রস্তুতির সরঞ্জাম বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WQp5RT
No comments:
Post a Comment