Wednesday, December 30, 2020

কলারোয়া পৌরসভা নির্বাচন: নৌকার প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র জমা https://ift.tt/eA8V8J

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে তাঁর দপ্তরে নৌকার প্রার্থী বুলবুল মনোনয়নপত্র জমা দেন।
আগামি ৩০ জানুয়ারি তৃতীয়বারের মতো কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মনিরুজ্জামান বুলবুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি বর্তমানে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, মফিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমানসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়া পৌরসভা নির্বাচন: নৌকার প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র জমা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38PDy6f

No comments:

Post a Comment