নিজস্ব প্রতিনিধি: যদি সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন চান, নৌকা প্রতীকে ভোট দেন। সাতক্ষীরা পৌরসভারকে নান্দনিক পৌরসভায় পরিণত করতে হলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ডের কামালনগর দক্ষিণপাড়ায় উঠান বৈঠকে এ কথা বলেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা উপভোগ করছে। চিকিৎসা সেবা এখন মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। এই উন্নয়ন থেকে সাতক্ষীরা পৌরসভা বঞ্চিত। বছরের প্রায় ৬ মাস সাতক্ষীরা পৌর এলাকার বহু মানুষকে পানিতে নিমজ্জিত থাকতে হয়। তীব্র যানজট। নেই সুপরিকল্পিত কোন উদ্যোগ। নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হলে পৌরসভা একটি তিলোত্তমা ও আধুনিক পৌরসভায় পরিণত হবে। সেকারণে আসন্ন নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী করে পৌরসভার উন্নয়নের অবদান রাখার আহ্বান জানান তিনি। উঠান বৈঠকে পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আওয়ামী লীগ নেতা মো. কামরুল সভাপতিত্বে উঠান বৈঠক প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
The post যদি সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন চান, নৌকা প্রতীকে ভোট দেন: শাহাদত হোসেন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2KBFiIk
No comments:
Post a Comment