Wednesday, September 23, 2020

ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রোগীর জন্য মানবিক   সাহায্যের আবেদন https://ift.tt/eA8V8J

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের ‌‌‌‌‌‌ মাগফুর‌ রহমানের পুত্র দরিদ্র  দিনমজুর ‌‌‌আরিজুল ইসলাম( ৪০) ।
সিঁড়ি ঘরের চালমিস্ত্রির কাজ করতে যেয়ে, অসাবধানতাবশত ‌‌‌পড়ে গিয়ে, মেরুদণ্ড ভেঙ্গে  ঢাকা পঙ্গু হাসপাতাল  প্যারা জি‌  ১৩ নং বেডে চিকিৎসাধীন আছে।
তার চিকিৎসার খরচ অসহায় পরিবারের পক্ষ থেকে  আর বহন করা সম্ভব হচ্ছে না ।
এমতাবস্থায়,  দানশীল ব্যক্তি, সমাজের বিত্তবান, ও মানবিক জেলা প্রশাসক সহ সকলের কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন, ভুক্তোভোগী পরিবারটি ।
সাহায্য পাঠাতে:
বিকাশ ‌‌, তানভীর , ব্যাক্তিগত ০১৭১৯৩৯৪২১০ ,

The post ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রোগীর জন্য মানবিক   সাহায্যের আবেদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33Rntui

No comments:

Post a Comment