সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ নাজমুল সরণিস্থ ৯৯ মার্কেটে এ জরুরী সভা সংগঠনের সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রঘুনাথ খাঁ, মুনসুর রহমান, মো: শিহাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো: সাবান আলী বিশ^াস প্রমূখ।
এ সময় ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি ফিরোজ, সাগর, সম্পাদক মাহফুজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, রোকছানা পারভীন, রানুআরা, মোসলেমা, আকলিমা, রেশমা, সাজেদা, সাহিদা, আনুতারা, ফিরোজা, মায়া, সাথী, হালিমা, মোরজিনা, আনোয়ারা, রিজিয়া, জামান, আকাশ, গোপাল চন্দ্র দাশ, দিলীপ কুমার, লুকমান গাজী, রেজাউল, আফজাল হোসেন, কিনা মীর, সেলিম হোসেন, ফিরোজ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আশির দশক হতে ভূমিহীনদের অধিকার আদায়ের স্বার্থে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সংগঠকরা নিরলসভাবে কাজ করছে। কিন্তু কিছু ভূমিহীন সংগঠক নিজেদের ব্যক্তিস্বার্থে সংগঠন বিরোধী কর্মকান্ড দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছ্ েযা ভূমিহীনদের স্বার্থ রক্ষায় বড় বাধা হয়ে দাড়িয়েছে।
এই বাঁধাকে প্রতিরোধ করতে নতুন করে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতিকে পুনঃগঠন জরুরী। সভা শেষে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আব্দুস সাত্তারকে সভাপতি, হোসেন মাহমুদ ক্যাপ্টেনকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো: সাবান আলী বিশ^াসকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা রঘুনাথ খাঁ এবং সংগঠনের বাকি সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করার প্রত্যায় ব্যক্ত করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি
The post সাতক্ষীরায় ভূমিহীন সমিতির কমিটি গঠন: সাত্তার সভাপতি, ক্যাপ্টেন সম্পাদক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eftDt7
No comments:
Post a Comment