তালা প্রতিনিধি: প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্ম সংস্থানসৃষ্টির লক্ষ্যে তিনমাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং ইউএনডিপি’র সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান।
উত্তরণের কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার এর প্রকল্প সমন্বয়কারী শাহারিয়া পারভীন লাকীর সভাপতিত্বে ও স্কিলস্ ডেভোলপমেন্ট অফিসার সঞ্জয় আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চয়োরম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউএনডিপি’র কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার এর প্রজেক্ট ম্যানেজার মাহতাবুল হাকিম এবং উত্তরণের কো-অর্ডিনেটর ফাতিমা হালিমা আহমেদ।
The post উত্তরণের বাস্তবায়নে তিনমাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jKX5YP
No comments:
Post a Comment