বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রতনপুর ফুটবল মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শ্যামনগরের ঈশ^রীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে কালিগঞ্জের কাশিবাটি অভি স্যাটেলাইট ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
জয়সূচক গোলদাতা শিপন পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দীন এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, রিফাত হোসেন ও শেখ ইকবাল আলম বাবলু। রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন। ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এড. শোকর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ।
The post কালিগঞ্জের রতনপুরে চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের ঈশ্বরীপুরের জয় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TtSZtt
No comments:
Post a Comment