Thursday, October 29, 2020

কলারোয়ায় কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প https://ift.tt/eA8V8J

কলারোয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ওই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলারোয়া পৌর সদরের ৪শ ১৫জন কর্মজীবী মা ও তাদের সন্তানদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
পরে তাদের মাঝে সাবান, স্যালাইন, কেক, বিস্কুটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.এরিনা স্বরনী।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনকলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ও ডেউলি অবজারভার পত্রিকার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলী প্রমুখ।
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ায় কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34DWS5n

No comments:

Post a Comment