Thursday, October 29, 2020

১৪ নভেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময়ের মধ্যে কিন্ডারগার্টেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয়-সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, পরিস্থিতি অনুকূলে আসলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বিশেষ করে আগামীতে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের কথা বিবেচনায় রেখে সীমিত আকারে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার তা আরো বাড়ানো হলো। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে সব শ্রেণির বার্ষিক পরীক্ষাও।

The post ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2HBn5Jr

No comments:

Post a Comment