Tuesday, October 27, 2020

কলারোয়ায় পশু চিকিৎসকদের নিয়ে মোবাইল অ্যাপভিত্তিক প্রশিক্ষণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় পশু চিকিৎসকদের নিয়ে মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কলারোয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসের প্রশিক্ষণ ভবনে এটি অনুষ্ঠিত হয়।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২জন পল্লী প্রাণি চিকিৎসক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ প্রোডাকশন ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রজেক্টের উদ্যোগে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মোবাইল অ্যাপভিত্তক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মো. শহিদুল ইসলাম। ইউএস এইড, এম পাওয়ার, এসিডিআই (ভোকা) এই তিন সংস্থার সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার অমল কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জ ভেটেরিনারি মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট ও ভেটিমেড এগ্রো ফার্মার অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবদুল্লাহ আল মামুন, সিনিয়র প্রশিক্ষক ডাক্তার দিপক কুমার ঘোষ, তালার কারিগরি, কৃষি, বাণিজ্য ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান প্রমুখ।

The post কলারোয়ায় পশু চিকিৎসকদের নিয়ে মোবাইল অ্যাপভিত্তিক প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ox8LSD

No comments:

Post a Comment