Friday, October 30, 2020

ধর্ষণের শিকার শিশুকন্যার অভিভাবকত্ব গ্রহণ করলেন উপজেলা চেয়ারম্যান বাবু https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা এলাকায় খেলার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণের শিকার হওয়া স্কুল পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর সাত বছর বয়সী শিশুকন্যা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। শুক্রবার বিকালে নির্যাতিতা ওই শিশুকন্যার বাড়িতে যান তিনি।

এসময় ধর্ষণের শিকার শিশুকন্যার অভিভাবকত্ব গ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্য যা প্রয়োজন তাই করবেন তিনি। নির্যাতিত শিশুকে মনে রাখতে হবে সে আমাদের মেয়ে, আশা রাখি তার সহ তার পরিবারের সদস্যদের মনোবল শক্ত থাকবে।

এসময় নির্যাতিতা শিশু কন্যাকে নতুন জামাকাপড় উপহার দেন তিনি। শিশুটির পরিবারের আর্থিক দুরবস্থা, ভাংগা খোলা ও পলিথিনের তৈরী ছাউনীর বসতবাড়ি জরাজীর্ণ হওয়ায় নতুন ঘর নির্মাণসহ পরিবারটির যেকোন প্রয়োজনে আর্থিকভাবে সহযোগীতা করবেন বলে জানান তিনি।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বদেশ এনজিও’র পরিচালক মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্ত, দৈনিক পত্রদূতের সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত বুধবার (২১শে অক্টোবর) সকালে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের জনৈক এক ব্যক্তির দ্বিতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া শিশুকন্যাকে (৭) কে একই গ্রামের বাবুল হোসেনের ছেলে আলী হোসেন (১৫) খেলার প্রলোভন দেখিয়ে নির্বিগ্নে নিজ বসত ঘরের ভিতর তুলে মুখ চেপে ধর্ষণ করেন।

এসময় শিশুটি আত্মচিৎকার করে বারবার কেঁদে উঠলেও ধর্ষক আলী হোসেনের কাছ থেকে নিস্তার পাইনি সে। পরবর্তীতে শিশুকন্যাটি বিষয়টি তার পরিবারকে অবগত করলে ঐদিন তার পিতা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন (মামলা নং- ৬৭/২০)।

The post ধর্ষণের শিকার শিশুকন্যার অভিভাবকত্ব গ্রহণ করলেন উপজেলা চেয়ারম্যান বাবু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34GuK1s

No comments:

Post a Comment