নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় অনুর্ধ-১৪ টি-২০ লিগ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে কেসিএ রয়েলকে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেসিএ লায়ন। দু’টি দলই কলারোয়া ক্রিকেট একাডেমির অংশ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কলারোয়ায় সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ওই ম্যাচে কেসিএ লায়ন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে মুরাদ ৪০বলে ৫৪রান, সুলতান ৪০বলে ৪৩রান ও শাওন ৯বলে ১৬রান করেন। বোলিংয়ে কেসিএ রয়েলের পক্ষে সোহেল ৪ ওভারে ২৪রান দিয়ে ৩ উইকেট, তামিম ৩ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। ১৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কেসিএ রয়েল ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। ফলে কেসিএ লায়ন ৩৬ রানের জয় লাভ করে। কেসিএ রয়েলের ব্যাটসম্যান অপি ৬১বলে ৬৬রান করে, রাব্বি ৮বলে ১২রান করেন। বোলিংয়ে কেসিএ লায়নের পক্ষে হাসান, সুলতান, সজীব, জাহিদ ১টি করে উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুলতান। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মুরাদ। টপ স্কোরার অপি, সেরা ক্যাচের পুরস্কার পান সোহান। ম্যাচটি পরিচালনা করেন সাজিদুল করিম তপু ও সাকিব আহমেদ। স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর খুলনা বিভাগীয় সাউথ জোনের প্রধান কোচ মনোয়ার আলী মনু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কোচ মুফাছছেরুন ইসলাম তপু, শাহনে আলম শানু, আলতাফ হোসেন, ফজলুল করিম, বাপ্পি প্রমুখ। এদিকে, আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে একই মাঠে কলারোয়া ক্রিকেট একাডেমি ও দেবহাটার পারুলিয়া ক্রিকেট একাডেমির মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে
বলে কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ নাজমুল হাসনাইন মিলন জানান।
The post কলারোয়ায় অনুর্ধ-১৪ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কেসিএ লায়ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31T6XK9
No comments:
Post a Comment