নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল এলাকায় এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি।
মোট ১১৮ মিটার (৩৮৭ফুট) রাস্তাটি পলাশপোলস্থ সাতক্ষীরা ডেকোরেটরের মালিক হেদায়েত ইসলামের বাড়ির সামনে হইতে বীজ ব্যবসায়ী আকতার আলীর বাড়ি পর্যন্ত নির্মাণ করা হবে। এডিবির প্রকল্পের আওতায় নির্মিত পৌরসভার এ রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭ লক্ষ ৩২ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, পৌরসভার সহকারী ইঞ্জি. সাগর দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আনিছ খান চৌধুরী বকুল, জেলা নাগরিক কমিটির সদস্য মোহাম্মাদ আলী ছিদ্দিকী, হেদায়েত ইসলাম, আহম্মাদ আলী, ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, আছিফুর রহমান তুহিন, আলতাফ হোসেন, সেলিম গাজী, বাবলু হোসেন, মোস্তাকুর রহমান খান চৌধুরী দারা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম ময়না, কোরবান আলী, জাহিদুল ইসলাম জাহিদ, শামিম হোসেন রাজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
The post পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2HS8IQm
No comments:
Post a Comment