আজ শহীদ রাসেলের ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রকাশ্যে দিবালোকে বিএনপি এবং জামায়াতের ঘাতকের হাতে ঢাকার রাজপথে নিহত হন রাসেল খান।
রাসেল খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আজ সকাল সাড়ে ৭টায় যশোরের বাঘারপাড়ায় শহীদ রাসেলের স্মৃতি স্তম্ভ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান। আরো উপস্থিত ছিলেন যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটি যশোর জেলার নেতা শেখ আলাউদ্দিন, রুহুল আমিন এবং সেতু।
সকাল দশটায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী যশোর জেলা অফিসে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যুব নেতা শেখ আলাউদ্দিন। সভার শুরুতে শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন যুবনেতা মাসুদুর রহমান, শেখ আলাউদ্দিন, রুহুল আমিন প্রমুখ।
উক্ত আলোচনায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী যশোর জেলার সভাপতি কমরেড নাজিম উদ্দিন এবং জেলা সম্পাদক জিল্লুর রহমান ভিটু। প্রেস বিজ্ঞপ্তি
The post শহিদ রাসেলের মৃত্যুবার্ষিকীতে ওয়ার্কার্স পাটি মার্কসবাদীর শ্রদ্ধা নিবেদন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jzTvkc
No comments:
Post a Comment