যশোরের ঝিকরগাছায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্যে দুই মোটরসাইকেলের আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ (৩০ অক্টোবর) শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার বল্লা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে ঝিকরগাছা থেকে আসা একটি মোটরসাইকেল ও বাকড়া থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)।
আহতরা হলেন, বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম(১৩), শফিকুল ইসলাম ছেলে রাব্বি হোসেন (১৮),আজিম উদ্দিন ছেলে নাইম হোসেন(১২)।
ঝিকরগাছা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাতপাতালে পাঠানো হয়েছে।
যশোর প্রতিনিধি:
The post ঝিকরগাছায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3oJj9Xq
No comments:
Post a Comment