Thursday, October 29, 2020

বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন https://ift.tt/eA8V8J

সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আব্দুর সোবাহান গাজীর পুত্র সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক (৬৫) দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪.৩০ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না রাজিউন)। মৃত্যুকালে তার স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাযা বৃহস্পতিবার জোহর বাদ সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশের পরিদর্শক বিপ্লব কান্তি বড়–য়াসহ একদল চৌকস পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এসময় মুক্তিযোদ্ধার জানাযার নামাজে অংশগ্রহণ করেন সদরের সাবেক কমান্ডার হাসানুজ্জামান, কলারোয়ার সাবেক কমান্ডার আব্দুল গফ্ফার, স্থানীয় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নিছার আলী, আব্দুর রহমান, আব্দুল কাদের, মোসলেম আলী, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সপক্ষের চেতনায় আর্দশিক তরুণ প্রজন্ম, বল্লী ইউনিয়ন যথাক্রমে সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, আফতাবুজ্জামান লাল্টু, মিলন হোসন, সুকান্ত সরকার, নাহিদ হাসান, মেহেদী বাপ্পী, মেহেদী হাসান, মিঠুসহ আরো অনেকে।

নিজস্ব প্রতিনিধি:

The post বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kGtBMX

No comments:

Post a Comment