সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডে মুনজিতপুরের (লম্বা টালী ঘর) এলাকায় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য ।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ২ নং ওয়ার্ডে (লম্বা টালী ঘর) আকবর আলীর বাড়ির অভিমুখে আবুলের বাড়ি পর্যন্ত ২৫৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা ২৫ লক্ষ ৪১ হাজার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা,
সদর উপজেলা আওয়ামী লীগের যুগগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, ওয়াকার্স পার্টির সদস্য মফিজুল ইসলাম জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, বদরুজ্জামান বদু প্রমুখ। এসময় দলীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি:
The post সাতক্ষীরা পৌরসভায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয়ে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3e45mpI
No comments:
Post a Comment