Saturday, October 31, 2020

শ্যামনগরের জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা https://ift.tt/eA8V8J

 

পিযুষ বাউলিয়া পিন্টু, মুন্সিগঞ্জ (শ্যামনগর): জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে ৩১ অক্টোবর জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কেন্দ্রীয় কমিটির  কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান, সহ সভাপতি ডাক্তার আলী আশরাফ, লিয়াকত মোড়ল, আলতাফ হোসেন, রমজামনগর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, ভূরুলিয়া ইউনিয়নের সভাপতি অশোক মন্ডল  প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দুর্নীতি লুটপাট অন্যায়-অনাচার অবিচারের অবসান করো, সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করো, বৈষম্যের অবসান করো সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের পথ ধরো। সার্বজনীন সামাজিক নিরাপত্তা স্বাস্থ্যসেবা খাদ্য নিরাপত্তা শিক্ষা ও ইন্টারনেটের ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করার দাবি তুলে ধরেন।

 

 

 

The post শ্যামনগরের জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eg0E88

No comments:

Post a Comment