Tuesday, October 27, 2020

ডুুুমুরিয়ার মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে বসত বাড়ি ভষ্মিভূূত: ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুুুমুরিয়া উপজেলার মঠবাড়ি গ্রামে পংকজ বিশ্বাসের বসত বাড়ি অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে। এতে অন্তত ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবারন ভোর রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগীসূত্রে জানা গেছে, বিদ্যুতের শক-সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ সময় আগুনের লেলিহান শিখায় কাঠ ও টিন সেটের তৈরি বসত ঘরটি সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫লাখ টাকা। স্হানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্তনে আনেেত সক্ষম হলেও ততক্ষণে ঘরের সব কিছু পুেেড় ভষ্মি ভূত হয়ে যায়।

The post ডুুুমুরিয়ার মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে বসত বাড়ি ভষ্মিভূূত: ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31N64CQ

No comments:

Post a Comment