Friday, October 30, 2020

লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মানববন্ধন https://ift.tt/eA8V8J

রংপুরে মানববন্ধন, কর্মসূচি ঘোষণা

নৃশংসভাবে শহীদুন্নবীকে হত্যার প্রতিবাদ ও দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে সচেতন রংপুরবাসীর ব্যানারে শুক্রবার বিকেলে রংপুর নগরের পায়রা চত্বর এলাকায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী রাশেদ মাহবুব রাব্বান। অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, বাসদ জেলা শাখার সমন্বয়ক আবদুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম, সৈয়দ মামুনুর রহমান প্রমুখ।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, শনিবার দুপুর ১২টায় রংপুর জিলা স্কুল প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে জিলা স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি ও বাদ জোহর জিলা স্কুল মাঠে শহীদুন্নবীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী)

ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) নেতারা। তারা বলেন, ‘কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্বেষ সৃষ্টি বা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কোনও ধর্মের প্রতি কটূক্তি করে, তার প্রতিবাদ-সমালোচনা করার অধিকার আছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে যথাযথ তদন্ত-বিচার ছাড়াই কোনও ব্যক্তি বা গোষ্ঠীর খেয়াল-খুশিমতো তাৎক্ষণিক শাস্তির বিধান সমর্থন করা যায় না।’

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। লালমনিরহাটের পাটগ্রামে একটি মসজিদে কথিত কোরান অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা ও মৃতদেহ আগুনে পোড়ানোর নৃশংসতার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী)।

ধর্মের নামে মানুষ হত্যা সভ্য দুনিয়ায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করে দলটির নেতারা আরও বলেন, ‘বিশেষ করে, ধর্মের নামে হত্যা-গণপিটুনি-আগুনে পোড়ানোর মত মধ্যযুগীয় বর্বরতা আধুনিক গণতান্ত্রিক দেশে কোনোভাবেই চলতে পারে না। পাটগ্রামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় যথাযথ তদন্ত করে উস্কানিদাতা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

বাসদ (মার্কসবাদী) নেতা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফখরুদ্দিন কবির আতিক, নাঈমা খালেদ মনিকা, সীমা দত্ত ও রাশেদ শাহরিয়ার প্রমুখ।

The post লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34HrPWr

No comments:

Post a Comment