Thursday, October 29, 2020

শহরতলীর পাঁচানিতে র‌্যাবের অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা শহরতলীর পাঁচানি এলাকায় র‌্যাবের অভিযানে মাদক মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম শরাজ আলী শোহরাব (৪০)। সে আলিপুর পাঁচানি গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মো.বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচানি এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। সে জিআর নং- ১৬/২০, ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলামের ১০(ক) এর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী।

তাকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অনলঅইন ডেস্ক:

The post শহরতলীর পাঁচানিতে র‌্যাবের অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34B6n5m

No comments:

Post a Comment