সাতক্ষীরা শহরতলীর পাঁচানি এলাকায় র্যাবের অভিযানে মাদক মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম শরাজ আলী শোহরাব (৪০)। সে আলিপুর পাঁচানি গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মো.বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচানি এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। সে জিআর নং- ১৬/২০, ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলামের ১০(ক) এর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী।
তাকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অনলঅইন ডেস্ক:
The post শহরতলীর পাঁচানিতে র্যাবের অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34B6n5m
No comments:
Post a Comment