Saturday, October 31, 2020

এডাব সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সভা https://ift.tt/eA8V8J

৩১ অক্টোবর সকাল ১০টায় উন্নয়ন সংগঠন স্বদেশ কার্যালয়ে এডাব সাতক্ষরিা জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন এডাব সাতক্ষীরা জেলা সভাপতি মাধব চন্দ্র দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডাব সদস্য আডিয়াল সংস্থার সভাপতি ডা. নজরুল ইসলাম, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী বেগম মরিয়ম মান্নান, রুপালী তালা সংস্থার পরিচালক মো. শফিকুল ইসলাম, পল্লীচেতনা সংস্থার প্রতিনিধি আব্দুল মান্নান, বিভাগীয় সমন্বয়কারী মো. রেজাউল করিম প্রমুখ। সভায় বাস্তবায়িত কাজের বিস্তারিত আলোচনা হয় এবং নভেম্বর-ডিসেম্বর মাসের কর্ম পরিকল্পনা চুড়ান্ত করা হয়। সভায় সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতা নিরসনে গৃহিত প্রকল্প নদী ও খাল খননে ৪৭৬ কোটি টাকা বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানানো হয়।

 

এই প্রকল্পে বরাদ্দ টাকা ও নদী খাল খননে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য স্থানীয় জন মনিটরিং ব্যবস্থার উপর গুরুত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয় এছাড়া  জলাবদ্ধাতা নিরসনে সম্ভাব্য স্থানে জোয়ারাধার ব্যবস্থা চালু করার আনুরোধ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post এডাব সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TFExi9

No comments:

Post a Comment