Friday, October 30, 2020

বেনাপোল থেকে ৯টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার https://ift.tt/3mCnJoz

যশোরের বেনাপোলের পুটখালী এলাকা থেকে ৯টি বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদসহ হাবিবুর রহমান বিশ্বাস (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।  গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান বিশ্বাস (৩৯)পুটখালীর মৃত কোরবান আলী বিশ্বাসের ছেলে।

শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে র‌্যাব-৬ সদর দপ্তরে আয়োাজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল রওশনুল জানান, ২৯ অক্টোবর দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুটখালী থেকে হাবিবুরকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর ভোর রাতে হাবিবুর এর পুটখালির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির রান্না ঘরে থাকা ড্রামের ভেতর থেকে ২টি প্যাকেটে রাখা ৯টি বিদেশি পিস্তল, ১৯টি ম্যাগজিন, ৪৯ রাউন্ড গুলি ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে এ অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে পাঠানোর উদ্দেশ্যে হাবিবুর মজুদ করেছিল বলে স্বীকার করেছে।

The post বেনাপোল থেকে ৯টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31VE2F8

No comments:

Post a Comment