সাতক্ষীরার প্রাক্তন রোভার স্বাউটদের সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্বপ্নসিঁড়ির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সিটি কলেজের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক আবু সাঈদের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের রোভার নেতা আ. ন. ম. গাউছার রেজা।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির যুগ্ম আহবায়ক মঈনুর রহমান মঈন, সদস্য (অর্থ) আব্দুল্লাহ আল মামুন, সদস্য (প্রচার) সেলিম হোসেন, আলফাজ হোসেন, মাতঙ্গীনি মন্ডল, রেবেকা সুলতানা, ইয়াকুব আলী, কর্ণ বিশ্বাস কেডি, রজনী সুলতানা, সাইদুজ্জামান প্রান্ত, ঊর্মি ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারী ও শিশু নির্যাতন ব্যাপক আকারে বেড়ে গেছে। এ ধরনের নির্যাতন বন্ধে আমাদের মানসিকতার পরিবর্তন সবচেয়ে আগে প্রয়োজন। প্রয়োজন আমাদের আচার ব্যবহার ও শালীনতার। নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হলে আমাদের সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তাহলেই সব ধরনের নির্যাতন বন্ধ করা সম্ভব হবে। প্রেসবিজ্ঞপ্তি
The post নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্বপ্নসিঁড়ির প্রতিবাদ সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2HNTjkm
No comments:
Post a Comment