আকাশ থেকে ধেয়ে আসছে আগুনের গোলা! এমন দৃশ্য দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক। না, এটা কোনো কল্পকাহিনী কিংবা সিনেমার দৃশ্য নয়। চোখ ঝলসে দেয়া সেই অগ্নি গোলা একসময় আবার মিলিয়েও যায়।
দক্ষিণ চীনের কিনঘাই প্রদেশের নাংকিয়ান ও উসু কাউন্টির আকাশে এমন দৃশ্যের দেখা মিলেছে। স্বাভাবিকভাবেই অদ্ভুত দৃশ্যটির ভিডিও নেটিজেনদের চমকে দিয়েছে।
২৩ ডিসেম্বর সকালে ওই আগুনের গোলা আকাশে দেখা গেছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কেবল আলোই নয়। ওই গোলা যাওয়ার সময় বিকট শব্দও হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, তখনো ভালোভাবে অন্ধকার কাটেনি। হঠাৎ করেই গাড়ির একটি পার্কিংয়ে প্রায় রোদের মতো আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু সেই আলো চলমান, দেখতে দেখতে এলাকার এক অংশ থেকে অন্যত্র সরে গেল তা! তার পরে ভিডিওটিতে দেখা যাচ্ছে অন্ধকার আকাশ। স্পষ্ট নজরে এসেছে- বিশালাকৃতি এক আগুনের গোলা আকাশের এক প্রান্ত থেকে নেমে আসছে পৃথিবীর বুকে!
অনেকেই বিভিন্ন কোণ থেকেই ঘটনাটির ভিডিও ক্যামেরাবন্দি করা হয়। এর মধ্যে একটি সিসিটিভি ফুটেজও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ওই গোলা আকাশে দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ক্রমে আলোয় উজ্জ্বল হয়ে যাচ্ছিল চারপাশ।
চীনের ভূমিকম্প বিশেষজ্ঞরাও দাবি করেছেন, ওই গোলা হল ‘বোলাইড’ অর্থাৎ অতি উজ্জ্বল উল্কা। তবে গোলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত কিছুই এখনো জানা যায়নি। ক্রমশ কৌতূহল বাড়ছে গোলা রহস্য ঘিরে।
The post আকাশ চিরে নেমে এলো বিশাল আগুনের গোলা, ভিডিও ভাইরাল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nU2EXM
No comments:
Post a Comment