Thursday, December 24, 2020

শ্যামনগরে ৪২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স উদ্বোধন https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলায় বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের পরিচালনায় নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ৪২৪তম স্কাউটিং বিষয়ক এক দিনের ওরিয়েন্টশন কোর্স উদ্বোধন করা হয়।
কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আব্দুল হাই সিদ্দিকী।
বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলার কমিশনার নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের উপ-পরিচালক ও কোর্স লিডার মোঃ আব্দুল লতিফ, আঞ্চলিক কমিশনার মোঃ ঈদুজ্জামান, লিডার ট্রেনার একেএম আব্দুর রাজ্জাক, লিডার আব্দুল মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পরিমল কর্মকার, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সাহা প্রমুখ। ওরিয়েন্টশন কোর্সে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন শিক্ষক অংশগ্রহণ করেন।

The post শ্যামনগরে ৪২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aFanoV

No comments:

Post a Comment