Tuesday, December 22, 2020

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: পেট্টাপোল স্থলবন্দর জীবন জীবিকা বাঁচাও আন্দোলন কমিটি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ধর্মঘট স্থগিত করেছে। ফলে মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। কমতে শুরু করেছে ট্রাক জট। আমদানি রপ্তানি চালু হওয়ায় খুশি ট্রাক চালক ও শ্রমিকেরা। স্বস্তি ফিরেছে বন্দরে। বেনাপোল স্থল বন্দর উপ-পরিচালক প্রশাসন ট্রাফিক মামুন তরফদার জানান, দু’দেশের বন্দর কাস্টম ও বন্দর ব্যবহারকারী বিভন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠকে সুরাহের চেষ্টা করা হয়। ভারতের পেট্টাপোল বন্দরে আন্দোলন রত শ্রমিকেরা সে দেশের কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়ে সাময়িক ধর্মঘট প্রত্যাহার করে। ফলে পুরোদমে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। দু’দিনের ক্ষতি পুশিয়ে নিতে জোর গতিতে কাজ চালিয়ে যাবেন বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

The post বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34BOoLX

No comments:

Post a Comment