Saturday, December 5, 2020

বিশিষ্ঠ এনজিও ব্যক্তিত্ব অপরেশ পালের মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক https://ift.tt/eA8V8J

 

বিশিষ্ঠ এনজিও ব্যক্তিত্ব ও জেলা নাগরিক কমিটির প্রবীন সদস্য অপরেশ পাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুরের বিশিষ্ঠ ব্যবসায়ী গৌর চন্দ্র পালের বড় পুত্র।
অপরেশ পাল স্কুল জীবনেই প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন। ১৯৭১ এর মার্চে প্রবল গণআন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি মুক্তি পেয়ে ভারতে যেয়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে তিনি সাতক্ষীরা মহাকুমা ছাত্র ইউনিয়ন (মতিয়া গ্রুপ) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কর্মজীবনে প্রবেশ করে ১৯৮২ সালে অপরেশ পাল ওয়ার্ল্ড ভিশনের সাথে যুক্ত হন। প্রায় ১০ বছর সেখানে যুক্ত থাকার পর ১৯৯২ সালে তিনি বাংলাদেশ ভিশন নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন।
এদিকে অপরেশ পালের মৃত্যুতে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম ও সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ এক বিবৃতিতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

The post বিশিষ্ঠ এনজিও ব্যক্তিত্ব অপরেশ পালের মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39GFQql

No comments:

Post a Comment