Sunday, December 27, 2020

কলারোয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরার কলারোয়াসহ সারাদেশের আট বিভাগের বিভিন্ন উপজেলায় নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন একযোগে উদ্বোধন করা হয়। পুরান ঢাকার কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন। ৩ কোটি ১০ লাখ ৭২ হাজার ৫০০ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মিত হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্ল¬াহ জানান, কলারোয়া উপজেলায় সেবার জন্য নিযুক্ত ১৫ জন ফায়ার ফাইটার ও ১ম কল ১৮’শ লিটার ইসুজু পানিবাহী গাড়ী ও ২য় কল গাড়ী উদ্ধার সরঞ্জাম রয়েছে। জরুরী প্রয়োজনে ০১৩১৩৪২৫৯২১ ফোন নাম্বারে সঠিক তথ্য দিয়ে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।

The post কলারোয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37RgEvW

No comments:

Post a Comment