Thursday, December 3, 2020

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের হলরুমে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যকরী সদস্য এসএম শওকত হোসেন, শেখ হারুন উর রশীদ, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুর রশীদ, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ইলিয়াছ হোসেন, অফিস সহকারী মো. কামরুল ইসলামসহ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্যবৃন্দ।

বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং ২০২১ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে সেক্রেটারী ও মীর তানজীর আহমেদকে সদস্য পদ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট অফিসের উপ-পরিচালক এএসএম আক্তার হোসেন।

The post রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39HykeK

No comments:

Post a Comment