Wednesday, December 23, 2020

আশাশুনির বুধহাটায় পাকা রাস্তার কাজ উদ্বোধন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনির বুধহাটা ইউনিয়নের বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোসাদ্দেক। বুধবার সকালে তিনি এ রাস্তার কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিতি ছিলেন ইউপি সদস্য খোকন হাজী, রেজোয়ান আলী (রেজো) রহমতুল¬াহ হুজুর, বুধহাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলি, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

The post আশাশুনির বুধহাটায় পাকা রাস্তার কাজ উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3axwopI

No comments:

Post a Comment