Friday, December 25, 2020

করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে একজনের মৃত্যু https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে এপর্যন্ত মারা গেছেন অন্তত ১৩৮জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১জন। শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ওই ব্যক্তির নাম আব্দুল খালেক (৬৫)। তিনি সদর উপজেলার শাখরা কোমরপুর এলাকার মৃত মোন্তাজ মোড়লের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্ট ও হর্টের রোগসহ করোনার নানা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি ২৪ ডিসেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

The post করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে একজনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38xOzcd

No comments:

Post a Comment