Sunday, December 27, 2020

বুড়িগোয়ালীনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ফুটবল খেলা উদ্বোধন https://ift.tt/eA8V8J

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় বুড়িগোয়ালীনি ইউনিয়ান পরিষাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে ৬ শত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, বুড়িগোয়ালীনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। কম্বল বিতরণ শেষে বিকাল ৪টায় প্রধান অতিথি জগলুল হায়দার বুড়িগোয়ালীনি বেসিক ফুটবল একাডেমির আয়োজনে ৪ দলীয় ফুটবল খেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামন সাঈদ, জেলা পরিষদের সদস্য ডালিম ঘরামী। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বুড়িগোয়ালীনির প্রবীন ব্যক্তির।

The post বুড়িগোয়ালীনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ফুটবল খেলা উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37WsIw9

No comments:

Post a Comment