Sunday, December 6, 2020

কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রিজটির এ কী দশা! https://ift.tt/eA8V8J

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ হাইস্কুল সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে যাওয়ায় জনসাধারণের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘটতে পারে যে কোন সময় বড় ধরনের যেকোন দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি ভগ্নদশা রেলিং ভেঙে গেছে। প্লাস্টার খসে পড়েছে। রড বেরিয়ে পড়েছে। যেনতেন অবস্থায় পড়ে আছে। ব্যস্ততম সংযোগ সড়কের হঠাৎগঞ্জ নৌখালের উপরে নির্মিত এই ব্রিজটি স্থানীয় ইউপি সদস্য এই প্রতিবেদককে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্রিজটি সংস্কারের জন্য জানানো হয়েছে এবং স্থানীয় গণমাধ্যমেও এ বিষয়ে সচিত্র প্রতিবেদন ও ছাপা হয়েছে, কিন্তু ব্রিজটি দেখার যেন কেউ নেই। পথচারীদের প্রশ্ন-আদৌ কি ব্রিজটি সংস্কার হবে? অতিদ্রুত ব্রিজটি সংস্কার করে বড় ধরণের ঝুঁকির মধ্যে থেকে পথচারীদের রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

The post কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রিজটির এ কী দশা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36KLCFx

No comments:

Post a Comment