Thursday, December 3, 2020

দেবহাটায় মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সাথে আ.লীগ প্রার্থীর মতবিনিময় https://ift.tt/eA8V8J

দেবহাটায় জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার লাইট হাউজ মিলনায়তনে সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্ম সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত উক্ত মতবিনিময় সভায় ইয়াছিন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাহমুদ গাজী, আশরাফ হোসেন, আব্দুল হামিদ, আব্দুল ওহাব, আব্দুল গফফার, ইদ্রিস আলী, সাবুর আলী, জাফর হোসেন, আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

সভায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামী ১০ ডিসেম্বরের উপ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মুজিবর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি আহ্বান জানানো হয়।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটায় মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সাথে আ.লীগ প্রার্থীর মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37nyYv2

No comments:

Post a Comment