Sunday, December 6, 2020

দেশে একদিনে মৃত্যু ৩১, আক্রান্ত কমেছে https://ift.tt/eA8V8J

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৫ জনের।
দেশের করোনা শনাক্তের ২৭৪তম দিন। এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৬৬৬ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৮৮৮ জন।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। জনসাধারণের মধ্যে ‘শৈথিল্য’ আসার কারণে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ এরই মধ্যে শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ২৪ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১০ হাজার ১৪৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৮১২ জন। আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৫৫৬ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৬২ লাখ ৫৫ হাজারের বেশি।

The post দেশে একদিনে মৃত্যু ৩১, আক্রান্ত কমেছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2JTt50G

No comments:

Post a Comment