Sunday, December 6, 2020

অপরেশ পালের মৃত্যুতে স্বদেশ ও এডাব নেটওয়ার্কের শোকবার্তা https://ift.tt/eA8V8J

অপরেশ পাল সামাজিক উন্নয়ন অবদানের ক্ষেত্রে একটি অনন্য নাম। তিনি তার সততা, নিষ্ঠা ও কর্মের দ্বারা প্রতিষ্ঠা করে গেছেন নিজেকে। প্রিয় ব্যক্তিটির সাথে প্রায় ২৫টি বছর এক সাথে পথ চলা। সামাজিক উন্নয়নের দিশারী এই মানুষটি। গত ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার রাত্র ১১.৩০টায় সাতক্ষীরা মেিেডকেলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তিনি সমাজকর্মের বার্তা ছাত্র জিবনের রাজনীতি থেকে পেয়েছিলেন এবং সেটা সফল করতে ২০০৩ সালে তিনি নিজেই গড়ে তোলেন বাংলাদেশ ভিশন নামের একটি বেসরকারী সংস্থা। জীবনের শেষ দিন পর্যন্ত সেই সংস্থাটির নির্বাহী পরিচালক ছিলেন তিনি। আমৃত্যু একজন মানবাধিকার কর্মী হিসেবে তিনি কাজ করে গেছেন।

তিনি ছিলেন জেলা নাগরিক কমিটির অন্যতম সদস্য, এইচআরডিএফ, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র), আমরাই পারি জোট, সুইফট্ খুলনা, সুনাম-সাতক্ষীরা মানবাধিকার কোয়ালিশন-সাতক্ষীরা, খাদ্য অধিকার বাংলাদেশ, সাতক্ষীরা সংগঠন সহ বিভিন্ন অরাজনৈতিক অথজ উন্নয়ন সংগঠনের সঙ্গে জড়িত থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন।

অত্যন্ত সদালাপী, মৃদুভাষী অপরেল পাল ছিলেন সাতক্ষীরার সব মানুষের কাছে ্একটি পরিচিত মুখ। অত্যন্ত সদালাপী, মৃদুভাষী অপরেশ পাল ছিলেন সাতক্ষীরার সব মানুষের কাছে ্একটি পরিচিত মুখ। তার সাধাসিধে আচরন এবং যেকোন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে তিনি সকলের শ্রদ্ধাভাজন ছিলেন।

সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন, নারী নির্যাতন বিরোধী আন্দোলন, এসিড সন্ত্রাস, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে আন্দোলন সহ নানা আন্দোলনের সাথে জড়িত থেকে অপরেশ পাল নিজেকে অনেকটাই অব্যয়, অক্ষয় করে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে আমরা একজন সমাজকর্মিকে একজন নিষ্ঠাবান সহজ র্নিলোভ উন্নয়ন কর্মিকে হারালাম। মৃত্যুকালে তিনি ২পুত্র, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আমি উন্নয়ন সংস্থা স্বদেশ, এডাব সাতক্ষীরা ও আমাদের সাথে যুক্ত সকল নেটওয়ার্কের পক্ষথেকে তার বিদেহি আত্মার শান্তি ও স্বর্গলাভ কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করি। প্রেস বিজ্ঞপ্তি

The post অপরেশ পালের মৃত্যুতে স্বদেশ ও এডাব নেটওয়ার্কের শোকবার্তা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VO6S6S

No comments:

Post a Comment