Sunday, December 27, 2020

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী https://ift.tt/eA8V8J

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। সরকার ক্রীড়ার দিকে নজর দেওয়ার ফলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশর অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।

তিনি আজ (রবিবার) বিকালে খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিটি ক্রিকেট একাডেমির উদ্যোগে শহিদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইলান খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখে। তাই শত প্রতিকূলতার মাঝেও নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। প্রকৃত মানুষ হতে প্রতিটি ব্যক্তির জীবনে লক্ষ্য থাকা উচিৎ। তিনি বলেন, সকল শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে। কারণ বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বংয়সম্পূর্ণতা অর্জন করেছে। সরকার প্রতিটি মানুষকে মানবসম্পদে পরিণত করার চেষ্টা করছে। শ্রম প্রতিমন্ত্রী ইউনিটি ক্রিকেট একাডেমিকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
খালিশপুর ইউনিটি ক্রিকেট একাডেমির ভাইস চেয়ারম্যান কাজী ফয়েজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুব লীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন প্রমুখ। স্বাগত জানান খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে খুলনার ৩২টি দল অংশ গ্রহণ করে। আজ ফাইনাল টুর্নামেন্টে বন্ধুর মোড় বনাম ইলেভেন ডাকস এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে বন্ধুর মোড় বিজয়ী হয়। পরে প্রতিমন্ত্রী বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

The post খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Jq9fuc

No comments:

Post a Comment