মিলন বিশ্বাস, প্রতাপনগর (আশাশুনি): আশাশুনির প্রতাপনগরে এপিএস কলেজ টু গোকুলনগর সড়ক পর্যন্ত বিসি রাস্তা ও কল্যানপুর গাইন বাড়ি জামে মসজিদ টু এপিএস কলেজ পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দুটি রাস্তার পৃথক পৃথকভাবে উদ্বোধন করেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কহিনুর ইসলাম বাবুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, পল্লী অবকাঠামো শীর্ষক প্রকল্পের আওতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হক এমপি’র দেওয়া সরকারিভাবে বরাদ্দকৃত ২ কোটি ৫৮ লক্ষ ৬৩ হাজার ১৫১ টাকা ব্যয় বরাদ্দে এপিএস কলেজ টু গোকুলনগর সড়ক পর্যন্ত বিসি রাস্তা এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কর্তৃক এডিপি’র বরাদ্দকৃত ৯ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে কল্যানপুর গাইন বাড়ী জামে মসজিদ টু এপিএস কলেজ পর্যন্ত রাস্তা নির্মিত হবে বলে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান।
The post আশাশুনির প্রতাপনগরে দুটি রাস্তার কাজ উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/33K1bLS
No comments:
Post a Comment