পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার ওসি (তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাবু সরদার নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু সরদার জানিয়েছেন, পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার শিমুল গাজী পাইকগাছার মাঠাম গেট এলাকায় ফকির আলী গাজীর বাড়ীতে মাংস রেখে চলে যায়। এ সংবাদ পেয়ে বাবু গাজী মাংস আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে এবং ইব্রাহিম পালিয়ে যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অভিযুক্ত বাবুকে বিনাশ্রম ১৫দিনের কারাদন্ড দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।
The post পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে আটক এক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3g420nt
No comments:
Post a Comment