কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ও সীমিত কর্মসূচির মধ্য দিয়ে রোববার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, উপজেলা জাসদ’র সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আজিবর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আবু দাউদ, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা মোসলেম আলি, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সায়েদ আলি, মুক্তিযোদ্ধা শওকত আলি, মুক্তিযোদ্ধা আশরাফ আলি, মুক্তিযোদ্ধা নূর হোসেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আবু ইব্রাহিম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।
এর আগে দিবসের সূচনায় সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামী লীগ ও কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
The post কলারোয়ায় যথাযথ মর্যাদায় ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gl00aO
No comments:
Post a Comment