Saturday, December 26, 2020

আশাশুনিতে টি-২০ ক্রিকেট খেলায় সাব-রেজিস্ট্রার দল ৩৬ রানে জয়ী https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে টি-২০ প্রীতি ক্রিকেট খেলায় সাব-রেজিস্ট্রার একাদশ ৩৬ রানে জয়ী হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠে টি-২০ খেলায় উপজেলা সাব-রেজিস্ট্রার ক্রিকেট একাদশ বনাম দলিল লেখক এ্যাসোসিয়েশান ক্রিকেট একাদশ মখোমুখি হয়। খেলায় টসে জিতে প্রথমে সাব-রেজিস্ট্রার দল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ৭ উইকেটে ১৯১ রান করে। জবাবে দলিল লেখক এ্যাসোসিয়েশান ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করতে সক্ষম হয়। ফলে সাব-রেজিস্ট্রার ক্রিকেট একাদশ ৩৬ রানে জয়ী হয়। খেলায় আম্পারের দায়িত্ব পালন করেন দীপন কুমার মন্ডল ও কামরুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন জয়ী দলের খেলোয়ার আব্দুল গালিব। খেলা শেষে মরিচ্চাপ কেওড়া পার্কে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

The post আশাশুনিতে টি-২০ ক্রিকেট খেলায় সাব-রেজিস্ট্রার দল ৩৬ রানে জয়ী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37OnJ0c

No comments:

Post a Comment