Saturday, December 26, 2020

কেশবপুরে এগিয়ে চলেছে ভূমিহীনের পুনর্বাসন কার্যক্রম https://ift.tt/eA8V8J

এম. আব্দুল করিম, কেশবপুব (যশোর): যশোরের কেশবপুরে মুজিব জন্ম শতবর্ষের উপহার হিসেবে ভূমিহীন ও ঘরহীনদের জন্য পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১০৫টি ঘর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরমধ্যে উপজেলার শ্রীফলা গ্রামে ৮টি ও তেঘরী গ্রামে ৪টি সহ মোট ১২টি ঘর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ভূমিহীন প্রতি পরিবার পাবে ২ শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর ১টি বারান্দাসহ রান্নাঘর ও তার পাশে সংযুক্ত টয়লেট। প্রতিটি পরিবারে ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মিত কার্যক্রম চলছে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরফা সুলতানা নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন। উপকারভোগী ১২টি পরিবারের মধ্যে ৭নং পাজিয়া ইউনিয়নের পাচবাকাবর্শী গ্রামের মনজুরা খাতুন, মনোহরনগর গ্রামের আতিয়ার রহমান, গড়ভাঙ্গা গ্রামের মাজাহারুল ইসলাম ও মিন্টু রহমান, ৩নং মজিদপুর ইউনিয়নের এসএম শরিফুল ইসলাম, প্রতাপপুর গ্রামের ফাতেমা বেগম, লক্ষীনাথকাঠী গ্রামের জাহানারা বেগম ও আবু দাউদ গোলদার, শ্রীফলা গ্রামের ইলিয়াস হোসেন, আবু সাইদ, মমতাজ বেগম ও আব্দুল হালিম, তেঘরী গ্রামের তবিবুর রহমান, ইকবাল হোসেন ও শহর আলী গাজী, ভান্ডারখোলা গ্রামের ছালমা বেগম প্রথম ধাপে পাচ্ছে তাদের স্বপ্নের ঠিকানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম বলেন, কেশবপুর উপজেলায় ১০৫টি ঘর নির্মাণ করা হবে। ১ম পর্যায়ে ১২টি ঘরের কাজ শেষ হতে চলেছে। প্রতিটা ঘরের জন্য বাজেট ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কেশবপুরে ভূমিহীনদের ১০৫টি ঘর নির্মাণ করা হবে। বর্তমানে ১২টি স¤পন্ন হতে চলেছে বাকিগুলো ধাপে ধাপে স¤পন্ন করা হবে। ১৫ জানুয়ারির মধ্যে ১২ জন গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

The post কেশবপুরে এগিয়ে চলেছে ভূমিহীনের পুনর্বাসন কার্যক্রম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aRiKxA

No comments:

Post a Comment