Wednesday, December 23, 2020

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন https://ift.tt/eA8V8J

কথিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখনে দেবাশিস ঘোষ রানা, মহিবুল্লাহ, ওয়াজেদ আলী, আব্দুর রশিদ প্রমূখ। বক্তারা বলেন ১১নং ঝাউডাঙা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ (৩৫), তৌহিদুল ইসলাম (৩৮), আজহারুল ইসলাম খোকন (৪৫), রবিউল ইসলাম (৫৬) ও একই গ্রামের বদরুজ্জামান হাসানের ছেলে মনোয়ার হোসাইন (৩৩)সহ কয়েকজন সংঘবদ্ধভাবে এলাকায় র্দীঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

এরা এলাকার নিরীহ মানুষদের জমি দখল করে থাকে। পাশাপাশি চাঁদাবাজিও করে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা পুলিশরে ভয় দেখায়। এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করে। ইতোপূর্বে সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মনোরঞ্জনকে কুপয়ে মারাত্মক আহত করে।

এ ছাড়া সাংবাদিক ইয়ারব হোসেন, দফাদার কামরুল ইসলাম, গ্রাম পুলিশ রবিউল ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করেছে।
মানববন্ধনে এলাকাবাসী আরো জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎকালীন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান ও ডিবি ওসি মহিদুল হক ব্যবস্থা নিলেও র্বতমানে তারা প্রকাশ্যে কারবার চালিয়ে যাচ্ছে।

তাদের নামে মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা নির্বিঘেœ তাদের কারবার চালাচ্ছে। অসামাজিক র্কাযকলাপে এলাকার পরিবশে নষ্ট হচ্ছে। বিষয়গুলো খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পত্রদূত ডেস্ক:

The post সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37IZ1OP

No comments:

Post a Comment